সেনাবাহিনীর অকেজো গোলাবারুদ ধ্বংসে সতর্কতা
প্রকাশিত : ১৯:২৮, ১৮ ডিসেম্বর ২০১৯

আগামী ২২ ডিসেম্বর রোববার থেকে ১৬ জানুয়ারি ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে। গাজীপুরের শ্রীপুর থানার মাওনার দক্ষিণ বারতোপা ডাকঘর এলাকাস্থিত শিরিশগুড়ি গ্রামে সেন্ট্রাল অ্যামিউনিশন ডেপো (সিএডি) ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংসের কাজ পরিচালনা করবে রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃপক্ষ।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর’র (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংসের সময় প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের (ধ্বংস করার মাঠ) চারদিকে ৪ কিলোমিটার এলাকার মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর চলাচল অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ। এ কারণে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঐ এলাকায় চলাচল না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
সূত্র: বাসস
এমএস/আরকে
আরও পড়ুন