ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

সেন্টমার্টিনে ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ১৪

প্রকাশিত : ১১:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

কক্সবাজারের সেন্টমার্টিনে গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন ১৪ মাঝিমাল্লা।

সোমবার ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ‘এফভি শাহ বদর-২’ নামের ওই ট্রলারটি ডুবে যায়। কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম জানান, সোমবার ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারটির ২০ মাঝিমাল্লার মধ্যে এখন পর্যন্ত পাঁচজনকে জীবিত ও একজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। বাকি ১৪ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া টুলারটি উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি