ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সেলিব্রেটিরা নির্বাচন করতেই পারে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৫, ৩০ মে ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের নির্বাচনী প্রার্থিতা নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিরা নির্বাচনে অংশ নেন। সুতরাং এ বিষয়ে কারো না কারো যদি আকাংখা থাকে তারা মনোনয়ন চাইতেই পারেন।

আজ বুধবার বিকালে ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, তারা (খেলোয়ারেরা) আমাদের দেশের জন্য নানা ভাবে সম্মান বয়ে আনে। আজকে খেলাধূলাকে তারা একটা অবস্থায় নিয়ে এসেছে। পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিরা নির্বাচনে-রাজনীতিতে আসে। এটা নতুন কিছু না।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় তৃণমূল নেতাদের মনোনয়ন দিয়ে থাকি। আমরাও তৃণমূল থেকে উঠে এসেছি। সেলিব্রেটি হয়ে উঠে আসিনি। তৃণমূল থেকে যারা আসেন তারাও তো মনোনয়ন পান। পান না এমন তো না।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান মনোনয়ন পাচ্ছেন এমন খবর প্রকাশিত হয়।

আআ / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি