ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সোনিয়া-মনমোহন বৈঠকের এমন ভিডিও নিয়ে সেনসেশন ইন্টারনেটে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ছোট্ট একটা কাঠের টুলে রাখা রয়েছে চা-বিস্কিট। সেই চায়ের আড্ডায় মনমোহন সিং আর সোনিয়া গান্ধী।  এই দু’জনকে ঘিরে অসংখ্য লোকজন ঘোরাফেরা করছেন। রহস্যের পর্দা ভেদ করে জানিয়ে রাখা ভালো, এমন দৃশ্য ধরা পড়েছে ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ ছবির সেটে।

এদিন ছিল ছবির শেষ শ্যুটিংয়ের দিন। সেট-এ কী পরিস্থিতি ছিল তা ভিডিও-তে ফুটে উঠেছে।সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ভূমিকায় ছবিতে অভিনয় করছেন ‘অনুপম খের’।

ছবিতে ‘মনমোহন- সোনিয়া’ গান্ধীর বৈঠকের একটি দৃশ্যের শ্যুটিংয়ের এমন ভিডিও প্রকাশ করেছেন অভিনেতা অনুপম খের।

সঞ্জয় বরুয়ার বই `দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার` বইটি অবলম্বনে তৈরি হয়েছে এই ফিল্ম। ২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত মনমোহন সিং ক্ষমতায় থাকা অবস্থায়, তাঁর জীবন কোন পথে আবর্তিত হয়েছে তা নিয়েই এই ছবি।

কেআই/এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি