ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সৌদি আরবে নাচা হচ্ছে না নিকি মিনাজের

প্রকাশিত : ১৮:১৭, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ২০:৩৩, ১০ জুলাই ২০১৯

সৌদি আরবের জেদ্দায় সাংস্কৃতিক উৎসবে যোগ দেওয়া হচ্ছে না সঙ্গীত তারকা নিকি মিনাজের। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী ১৮ জুলাই এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

উৎসবে তাঁর যোগ দেবার খবর প্রচারিত হবার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নিকি৷ বার্তা সংস্থা এএফপিকে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, ‘‘সবকিছু বিবেচনা করে জেদ্দা ওয়ার্ল্ড ফেস্ট-এ কনসার্টটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি আমি৷``

‘‘খুব চাইছিলাম সৌদি আরবে আমার ফ্যানদের সামনে শো করি৷ কিন্তু সেখানকার পরিস্থিতি ভালোভাবে জানার পর দেশটির নারী ও সমকামীদের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবির পক্ষে সমর্থন জানানো বেশি জরুরি মনে হয়েছে,`` বিবৃতিতে জানান নিকি৷

নিকি না গেলেও উৎসবে অংশ নেবেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী লিয়াম পেইন ও মার্কিন ডিজে স্টিম আওকি৷

নিকির কনসার্টে যোগ দেবার খবর প্রচারিত হবার পর নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ফাউন্ডেশন তাঁর উদ্দেশে একটি খোলা চিঠি লেখে৷ তারা সৌদি প্রশাসনের অর্থ না নেয়ার জন্য এবং নিকি`র জনপ্রিয়তা কাজে লাগিয়ে সেখানকার আটক নারী অধিকারকর্মীদের মু্ক্তির দাবি জোরালো করার জন্য আহ্বান জানায়৷

এ বিষয়ে একটি টুইটবার্তা প্রকাশ করেছেন নিকি৷ তিনি লিখেছেন, ‘‘ফ্যানরা আত্মহত্যা করতে চান, এমন মেসেজ পেতে পেতে আমি ক্লান্ত৷ আপনারা কখনোই জানতে পারবেন না, তারা ব্যক্তিগতভাবে কত কিছু বলেন আমাকে৷ নিজের মত প্রকাশের জন্য একজনও যদি গ্রেফতার বা প্রহার করা হতো, তাহলে আমি ভেঙ্গে পড়তাম৷`` তবে সৌদি সরকারের প্রতি তিনি অসম্মান প্রদর্শন করছেন না বলে জানান নিকি৷

এই মার্কিন শিল্পী তাঁর `খোলামেলা` গানের কথা ও মিউজিক ভিডিওর জন্য পরিচিত৷

মূলত অর্থনৈতিক কারণে সামাজিক বিনোদনের ওপর কয়েক দশকের কড়াকড়ি থেকে সম্প্রতি বের হয়ে আসতে চাচ্ছে অতিরক্ষণশীল দেশ সৌদি আরব৷ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বেশ কিছু দিন ধরে কট্টর রক্ষণপন্থা থেকে সৌদি আরবকে একটি উদারপন্থি রূপ দেয়ার চেষ্টা করছেন৷

মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন৷ বিভিন্ন খেলার অনুষ্ঠানেও মেয়েরা যাওয়ার সুযোগ পেয়েছেন৷ নিকি মিনাজের জেদ্দায় আমন্ত্রণকে অনেকে এর অংশ হিসেবেই দেখছেন৷

তবে নিকির সিদ্ধান্তে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর সৌদি ফ্যানেরা৷ তারা টুইটারে এই সিদ্ধান্তের জন্য সমালোচনা করেছেন মার্কিন শিল্পীর৷ ডয়েচে ভেলে

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি