ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

স্কটল্যান্ডে ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ১৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

স্কটল্যান্ডের আবেরদিনশায়ারে একটি ট্রেন লাইচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

স্কটল্যান্ডের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর চালক, কন্ডাক্টর এবং একজন যাত্রী নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসের ফলে ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানা গেছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি