স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে
প্রকাশিত : ১৯:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
লেনদেন বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। তবে কমেছে সূচক।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৬টির, আর ৫৪টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ১ হাজার ১৫২ কোটি টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ৭ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৬১২ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১১৫টির, আর ৩৩টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
আরও পড়ুন