ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

স্টেভেন প্রেসলির জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৪২, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪২, ১১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

স্টেভেন প্রেসলি। স্কটল্যান্ডের সাবেক ফুটবলার। বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফ্লেটওড টাউন ক্লাবে। ১৯৭৩ সালে আজকের এই দিনে স্কটল্যান্ডের এলগিন শহরে জন্মগ্রহন করেন তিনি। পুরো নাম স্টেভেন জন প্রেসলি। তবে, প্রেসলি নামেই সবার কাছে পরিচিত। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে নজর কেড়েছেন হাজারো দর্শকের মন। ১৯৮৯ সালে প্রথম ফুটবল ক্যারিয়ার শুরু হয় তার। পেশাদার ক্যারিয়ার হিসেবে প্রথম ক্লাব ছিরো রেঙ্গার্স।এই ক্লাবে খেলেন চার মৌসুম। ক্লাব পর্যায়ে ভালো খেলায় সুযোগ পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ১৯৯৪ সালে নতুন করে মাঠে নামেন কোভেন্টি সিটির হয়ে। এছাড়া, খেলেছেন ডনডী ইউনাইটেড ও হার্ট অব মিডলোডিয়ান ক্লাবে। আর এই ক্লাবের হয়েই খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। আট মৌসুমে ম্যাচ খেলেছেন ২৭১টি। এরপর খেলেন সেল্টিক, রান্ডাস ও ফালক্রিক ক্লাবে। ২০০৯ সালে ফালক্রিক ক্লারে হয়েই খেলা থেকে অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান প্রেসলি। খেলেন স্কটল্যান্ড অনুর্ধ্ব-২১ দলে। আর ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেন স্কটল্যান্ডের জাতীয় দলে। অবসরের পর ২০১০ সালে ফালক্রিক দলে কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।  এরপর দুই বছর কাজ করেছেন কোভেন্টি সিটিতে। আর ২০১৫ থেকে কাজ করে যাচ্ছেন ফ্লেটওড টাউন ক্লাবের সঙ্গে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি