ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

স্ত্রীকে নকল দিতে গিয়ে কারাগারে এএসআই

প্রকাশিত : ১৯:৩৪, ২৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্ত্রীকে নকল দেওয়ার অভিযোগে পটুয়াখীতে পুলিশের এক এএসআইকে হাতেনাতে আটক করেছে দায়িত্বরাত নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে শহরের রশিদ কিশলয় নিকেতনে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত মাহবুবুর রহমান পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এএসআই মাহবুবুর রহমানের স্ত্রী অংশ নেন। পরীক্ষা চলাকালে স্ত্রীকে নকল সরবরাহ করছিলেন তিনি। এ সময় ওই হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা বিষয়টি দেখে ফেলেন। পরে তার কাছ থেকে নকল উদ্ধার করা হয়।

খবর পেয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাকে ওই কারাদণ্ড প্রদান করা হয়।

 

আই// এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি