ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫

স্বাধীনতা দিবসে তৌকীরের ‘স্ম্ফুলিঙ্গ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ১৯ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

অনিবার্য কারণবশত তারিখ পেছানো হয়েছে তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘স্ম্ফুলিঙ্গ’র। নির্মাতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে স্বাধীনতা দিবসেই মুক্তি পাচ্ছে সিনেমাটি। 

সংশ্নিষ্টরা জানিয়েছেন, গত ১৪ মার্চ সিনেমাটি প্রদর্শনের আনকাট ছাড়পত্র পায়। 

এ নিয়ে পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘এটি মূলত গানের, প্রতিবাদের চলচ্চিত্র। স্ম্ফুলিঙ্গ মুক্তিযুদ্ধের। সবার মনের ভেতরেই আছে এই স্ম্ফুলিঙ্গ। সিনেমাতে মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রজন্মের স্ম্ফুলিঙ্গের গল্প উঠে আসবে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘স্ম্ফুলিঙ্গ’ প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে এর শুটিং শুরু হয়। সিনেমাটি শেষ হয়েছে মাত্র ২৫ দিনে। 

এতে অভিনয় করেছেন পরীমনি, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আবুল হায়াত, মামুনুর রশীদ প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি