ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

স্বামীর পরকীয়া সন্দেহে মহিলাকে ধরে জুতাপেটা স্ত্রীর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ২০ অক্টোবর ২০২১

বরের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক। ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এই সন্দেহে সাত সকালে জিমে ঢুকে তাণ্ডব চালালেন এক মহিলা। স্বামীর সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে বেধড়ক মারধর আর এক মহিলাকে। ১৫ অক্টোবর গোটা ঘটনা ধরা পড়েছে একটি ভিডিও ক্যামেরায়।

ভাইরাল হওয়া ভিডিও’য় দেখা যাচ্ছে, প্রথমে নিজের স্বামীকে আক্রমণ করছেন ওই মহিলা। তার পর স্বামীর পাশেই দাঁড়িয়ে থাকা অন্য এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ছেন। বছর তিরিশের ওই মহিলার স্বামীর সঙ্গে অন্য একজনের সম্পর্ক রয়েছে সন্দেহেই মারধর বলে পুলিশ সূত্রে খবর। রবিবার দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভোপালের কোহ-ই-ফিজা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিল বাজপেয়ী বলেন। ‘‘মহিলার সন্দেহ ছিল, জিমে তার স্বামীর সঙ্গে এক মহিলার প্রণয়ের সম্পর্ক আছে। হাতেনাতে ধরতে গত ১৫ অক্টোবর মহিলা তার বোনকে নিয়ে হাজির হন জিমে। প্রথমে স্বামীর উপর চড়াও হন, তার পর মহিলার নজর পড়ে পাশে দাঁড়িয়ে থাকা আর এক মহিলার উপর। পায়ের জুতো খুলে তা নিয়েই তিনি ঝাঁপিয়ে প়ড়েন তার উপর। প্রায় মিনিট দশেক ধরে চলে গোলমাল। মহিলা এবং তার স্বামী, দু’জনেই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।’’

যদিও স্ত্রীর অভিযোগ মানতে চাননি স্বামী। তার দাবি, যে মহিলাকে তার প্রেমিকা বলে দাবি করছেন স্ত্রী, তাকে তিনি চেনেন না।

দু’জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও স্বামীর নামে গার্হস্থ্য হিংসার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। তার পর থেকে স্বামীর বাড়ি ছেড়ে তার মা-বাবার সঙ্গেই থাকছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি