ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তার রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৭ জুলাই ২০২০ | আপডেট: ১৩:১৪, ২৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের যোগদানের পরই এই ব্যাপক রদবদল করা হয়।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্ন বর্ণিত কর্মকর্তাগণকে বর্তমান পদ ও কর্মস্থল হতে বদলি করে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে সংযুক্তি/পদায়ন/বদলি করা হয়েছে। এ প্রজ্ঞাপন জারির সময় থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। 

এছাড়াও আগামী ২৮ জুলাই বেলা ১২টার মধ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পদায়িত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করতেও বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। সদ্য পদত্যাগ করা অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

টিআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি