ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে

প্রকাশিত : ১১:২৫, ২ মার্চ ২০১৭ | আপডেট: ১১:২৫, ২ মার্চ ২০১৭

  প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। সেই সঙ্গে জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে চলতি পথে মৃত্যুর মিছিল। আবার অন্যায়কারীর শাস্তি হলে গডফাদারদের উস্কানিতে চলে যন্ত্রণার ধর্মঘট। বিশেষজ্ঞদের অভিমত, সংস্কার আনতে হবে পুরো যোগাযোগ ব্যবস্থায়। আর বিআরটিএ বলছে, দুর্ঘটনায় মৃত্যুর রাশ টানতে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ বাতিল করে এ বছরই হচ্ছে নতুন সড়ক পরিবহন আইন। এই হচ্ছে ঢাকা-পাটুরিয়া হাইওয়ে। ছোট-বড় ৭৪টি বাঁক আর অপ্রতিরোধ্য দুর্ঘটনার কারণে রাস্তাটি একসময় পুলসিরাত হিসেবে আখ্যা পেয়েছিল যাত্রীদের কাছে। বাঁকগুলোতে বসানো হয়েছে সড়ক বিভাজক। তারপরও থামেনি চালকদের ইচ্ছেমতো পরিবহন চালনা আর ওভারেটেকিংয়ের নামে পাল্লাপাল্লি খেলা। দুর্ঘটনার দিক থেকে কোন অংশে কম নয় উত্তরবঙ্গগামী রাস্তাগুলোও। বিআরটিএ, পুলিশ আর বুয়েটের গবেষণা বলছে, গড়ে প্রতিদিন রাস্তায় প্রাণ হারাচ্ছে ২৪ থেকে ৩০ জন। আর ১৯৯৪ সাল থেকে ২০১৬ পর্যন্ত প্রাণ গেছে ৬৪হাজার ৩শ ১১জনের। এই সময়ে দুর্ঘটনা ঘটেছে ৩০ হাজার ০০৩টি। চিরতরে পঙ্গু আর আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৩৩ জন। বিআরটিএ বলছে, নতুন আইন কার্যকর হলে দুর্ঘটনা অনেকটাই কমবে। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা শূণ্যের কোটায় নামাতে হলে পুরো পদ্ধতি ঢেলে সাজাতে হবে। তবে চালকদের পাশাপাশি যাত্রীদের আরও সচেতন হবার পরামর্শ দিয়েছেন তাঁরা।  
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি