ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

সড়ক দুর্ঘটনার মূল কারণ বাসের বেপরোয়া গতি (ভিডিও)

প্রকাশিত : ১৬:৩৮, ২৩ মার্চ ২০১৯

রাজধানীতে সড়ক দুর্ঘটনার মূল কারণ বাসের বেপরোয়া গতি। বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বুয়েটের অধ্যাপক সাইফুন নেওয়াজ জানান, মূলত দক্ষ চালকের অভাবেই দুর্ঘটনাগুলো ঘটছে। দুর্ঘটনা এড়াতে গড়ির সেফিটি ফিচার নিয়মিত পরীক্ষা করারও তাগিদ দিলেন তিনি।

চুক্তি ভিত্তিক গাড়ি চালানো এবং কোম্পানির গাড়িগুলোর চালকদেও ট্রিপ ভিত্তিক বেতন হওয়ার কারণেই রাজধানীর সড়কগুলোতে এভাবেই বেপরোয়া গতিতে ছুটছে বাসগুলো।

আর বেপরোয়া গতির কারণেই সড়কে ঝরছে প্রাণ।

গড়কে চলছে ফিটনেসবিহীন বহু গাড়ি। মাঝেই মাঝেই হচ্ছে বিকল। এই চিত্রটি রাজধানীর ব্যস্ততম সড়ক কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের।

বাসগুলো কোনোভাবেই মানছে না লেন বিধি।

ঐাদেও হালকা মোটরযানের লাইসেন্স আছে তারা চালাচ্ছেন বড় বাস। মালিকরা জেনে-বুঝেই তাদেরকে গাড়ির চাবি দিচ্ছেন।

একাধিক মামলা দেয়ার পরও রাস্তায় নামছে এসব বাস। ফিটনেসবিহীন গাড়িগুলো ডাম্পিংএ পাঠানো হলেও থামছে না দৌরাত্ম্য।

বুয়েটের একটি গবেষণা বলছে, রাজধানীতে দুর্ঘটনার মূল কারণ বাসের বেপরোয়া গতি। বেশিরভাগ গাড়ির সেফটি ফিচার ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষা না করার কারণে সড়কে দুর্ঘটনা কিছুতেই থামছে না।

কম এবং বেশি গতির গাড়ি একই সড়কে চললে দুর্ঘটনার সম্ভবনা বেশি থাকে বলে জানান এই বিশেষজ্ঞ।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি