ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল খুমেক ছাত্রের

প্রকাশিত : ১৮:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

খুলনায় আবারো সড়ক দুঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সকালে নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম আকাশ।

সকালে আকাশ নিজ মটরসাইকেল যোগে বরিশালে যাচ্ছিলো। পুলিশ জানায়, লবণচরা থানা গেটের অদূরে কোনো বাসের ধাক্কায় আকাশ মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আশংকাজনক অবস্থায় পথচারীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুল ইসলাম আকাশের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা গ্রামে। তার মৃত্যুর খবরে সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি