ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

হজ নিয়ে সৌদি-কাতার পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত : ১৭:০২, ১৪ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মদদ দেয়ার অভিযোগে কয়েক বছর থেকে কাতারের সঙ্গে সম্পর্কে টানাপোড়ন শুরু হয় সৌদি আরবের। যা হজ ও ওমরাহ পালনেও প্রভাব ফেললো।

কাতার নিজ দেশের নাগরিকদের হজ পালনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে সোদি আরব। বলা হয়, হজ পালনে কাতারিদের উপর বিধি-নিষেধ আরোপ করছে দেশটির সরকার। তবে এ অভিযোগ অস্বীকার করে উল্টো রিয়াদই প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছে কাতার।

রোববার সৌদি আরবের সংবাদমাধ্যম দ্য আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালন করতে মক্কায় আসতে দিচ্ছেনা দোহা। এজন্য বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, কাতারসহ বিশ্বের অন্যান্য প্রান্তের হজ ও ওমরাহ যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও কাতারি নাগরিকদের হজ ও ওমরাহ পালনে সৌদিতে আসতে দিচ্ছে না দেশটির সরকার।
এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজ পালনে জন্য প্রায় ১৭ লাখ ও ওমরাহ পালনের জন্য ৮০ লাখ মানুষ সৌদিতে আসবেন বলে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

এর মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনশিয়া, পাকিস্তান এবং তিউনিশিয়া থেকে প্রায় আড়াই লাখ হজ পালনকারী মক্কায় সমবেত হচ্ছেন। ইতোমধ্যে এ দেশগুলো থেকে ৩৭ হাজার মানুষ মক্কায় পৌঁছেছে বলে জানানো হয়েছে।

এদিকে কাতারের আওকাফ ও ইসলামি কল্যাণবিষয়ক মন্ত্রণালয় থেকে অভিযোগ করা হয়েছে, পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ এবং ওমরাহ পালনেচ্ছুক কাতারের নাগরিকরা সৌদি আরবের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তবে কাতারের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি।

রিয়াদ বলছে, গত ওমরাহ মৌসুমে সৌদি আরব ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল। যেমন কাতারের হজ যাত্রীদের জন্য অন অ্যারাইভাল পদ্ধতি চালু করেছিল। কাতারে সৌদি আরবের ওমরাহ নিবন্ধন বিষয়ক ওয়েবসাইট বন্ধ করে দেয়ার পর রিয়াদ ওই ব্যবস্থা নিয়েছিল।

হজ নিয়ে যেকোনো ধরনের রাজনৈতিক প্রচেষ্টা নাকচ করে দিয়েছে সৌদি। দেশটি বলছে, দোহার সরকারি বিমান পরিবহন সংস্থা ছাড়া অন্য বিমান পরিবহন সংস্থার বিমানে করে সৌদিতে হজ এবং ওমরাহ পালনের জন্য আসতে পারবেন কাতারের নাগরিকরা।

২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটে সৌদির। সেসময় সৌদি নেতৃতাধীন কয়েকটি দেশ কাতারের উপর অবেরাধ আরোপ করেন।

এরপর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় একঘরে হয়ে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে চলমান সংকটকে আরো ঘনিভূত করবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি