ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

হত্যা মামলার এজাহারে কারসাজি, ওসি বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৬, ২৪ জানুয়ারি ২০২১

হত্যা মামলা পরিবর্তনের অভিযোগে রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ১, তারিখ- ২৪/০১/২০২১।

বাদি আল আমিন বলেন, ‘দুদকের তদন্তে পুঠিয়ার নূরুল ইসলাম হত্যার এজাহারে আসামির নাম ও বিবরণে পরিবর্তনের প্রমাণ মিলেছে। এরপর ওসি সাকিল উদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত হয়। ওসি সাকিল কারসাজি করে এজাহারে পরিবর্তন আনেন।’

তিনি আরও বলেন, ‘সড়ক ও পরিবহন মটোর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জেরে ২০১৯ সালে ১০ জুন রাতে খুন হন পুঠিয়ার নূরুল ইসলাম। এ ঘটনায় তার মেয়ে নিগার সুলতানা বাদি হয়ে আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে। কিন্তু ওসি সাকিল উদ্দিন দুইজন আসামির নাম বাদ ও বর্ণনা পরিবর্তন করে মামলা রেকর্ড করে। এ নিয়ে তিনি রিট করলে আদালতের নির্দেশনা অনুযায়ী দুদক বিষয়টি তদন্ত করে।’

এছাড়াও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বিচার বিভাগীয় তদন্ত করা হয়। দুই তদন্তে ওসির কারসাজিতে এজাহার পরিবর্তনের প্রমাণ মিলেছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

এআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি