হত্যা মামলায় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত পুলিশ
প্রকাশিত : ১২:১২, ১০ জানুয়ারি ২০২৬
সাভারের আশুলিয়ায় হত্যা মামলার আসামি যুবলীগ নেতাকে গ্রেফতার করার সময় পুলিশ সদস্যের ওপরে হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছে এক পুলিশ সদস্য। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় আজ শনিবার ভোরে একজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনাটি শুক্রবার (০৯ জানুয়ারি) মধ্যরাতে ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার।
পুলিশ জানায়, শুক্রবার রাতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার আশুলিয়ার গোমাইল এলাকায় অবস্থান করছেন। এ খবরে আশুলিয়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোমাইল এলাকার বাংলাবাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় সোহেল শিকদার ও তার সহযোগিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় মাথায় জখম হয়ে গুরুতর আহত হয় উপপরিদর্শক মনিরুল।
পরে তাকে উদ্ধার করে জামগড়া এলাকার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।
এ ঘটনার পর পুলিশ ওই এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামে তার এক সহযোগিকে গ্রেফতার করলেও অভিযুক্ত যুবলীগ নেতা সোহেল শিকদারকে গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারকৃত শিহাব গোমাইলের মঞ্জুর আহমেদের ছেলে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক(ওসি) রুবেল হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছি। ইতিমধ্যে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










