ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

হত্যার আদেশ দেওয়ায় সৌদি যুবরাজের বোনের বিচার শুরু

প্রকাশিত : ১০:১৭, ১০ জুলাই ২০১৯

এক শ্রমিককে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার প্যারিসের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয় তাকে।

জানা গেছে, মোহাম্মদ বিন সালমানের বোন হাসা গত ২০১৬ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বাসায় সংস্কার কাজের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন। ওই শ্রমিক তার একটি ছবি তোলেন।

তার নির্দেশ না নিয়ে ছবি তোলা এবং গণমাধ্যকমের কাছে তা বিক্রি করতে চাওয়ার অভিযোগে হাসা তাকে হত্যা করার আদেশ দেন।

হাসার তার দেহরক্ষীকে বলেন, ‘তাকে হত্যা কর, সে একটা কুকুর। ওর বাঁচার অধিকার নেই।’

ওই শ্রমিক তার ওপর অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমাকে বেঁধে কয়েক ঘন্টা পেটানো হয় এবং হাসার পায়ে ‘চুম্বন’ করতে বাধ্য করা হয়।

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি