ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ১৪ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

হবিগঞ্জ সদর উপজেলায় মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া (৭০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার রাতে উপজেলার সুলতানশী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ স্থানীয় মুরুব্বীদের সহায়তায় পরিস্থিতি শান্ত করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায, শুক্রবার সন্ধ্যা ৬টায় ওই গ্রামের মসজিদের ইমাম নিয়োগ নিয়ে গ্রামবাসী বৈঠকে বসেন। এ সময় ইমাম নিয়োগের পক্ষে বিপক্ষে গ্রামবাসী দু’ভাগে বিভক্ত হয়ে পড়লে এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওই গ্রামের বাদশা মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি