হবিগঞ্জের ঐতিহাসিক ফয়জাবাদ হিলের বধ্যভূমিটি পড়ে আছে অরক্ষিত অবস্থায়
প্রকাশিত : ০৯:৪৩, ১৪ মার্চ ২০১৭ | আপডেট: ০৯:৪৩, ১৪ মার্চ ২০১৭
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহাসিক ফয়জাবাদ হিলের বধ্যভূমিটি পড়ে আছে অরক্ষিত অবস্থায়। একটি স্মৃতিসৌধ থাকলেও তার বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। যথাযথ তত্ত্বাবধানের অভাবে বধ্যভূমি এলাকা হয়ে উঠেছে অসামাজিক কাজের আখড়া।
হবিগঞ্জের বাহুবল উপজেলার আমতলী চা বাগানে একটি টিলার উপর অবস্থিত ঐতিহাসিক ফয়েজাবাদ বধ্যভূমি।
স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন স্থান থেকে বাঙালী নারী-পুরষকে ধরে এনে এখানে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানী সেনারা। অসংখ্য মুক্তিযোদ্ধাকেও হত্যার পর মাটিচাপা দেয়া হয়েছিল এখানে।
২০০৬ সালে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে টিলায় ওঠার জন্য সিঁড়ি নির্মাণ করা হয়। নির্মিত হয় একটি স্মৃতিসৌধ।
কিন্তু বর্তমানে লতা-পাতায় ঢেকে গেছে স্মৃতিসৌধের চারপাশ। ভেঙে গেছে বিভিন্ন অংশ। মুছে গেছে নামফলক। আজ পর্যন্ত হয়নি জাতীয় দিবসের কোন অনুষ্ঠানও।
অরক্ষিত থাকায় এখানে নানা অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার।
বধ্যভূমির সম্মান রক্ষায় যথাযথ উদ্যোগ নেবেন কর্তৃপক্ষ- এমনটাই প্রত্যাশা এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের।
আরও পড়ুন