ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাওর অঞ্চলের শিশুরা পুষ্টিহীনতায় ভুগছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:৩৫, ১৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

খাদ্য স্বল্পতার কারণে পুষ্টিহীনতায় ভুগছে হাওর অঞ্চলের শিশুরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের পুষ্টিকর খাবার, ডিম, শাকসবজি খেতে দিতে হবে। এছাড়া, সমস্যা বেশি হলে, স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে, ভবিষ্যত প্রজন্মের স্বার্থে সুষম খাদ্য বিতরণের দাবি জানিয়েছে হাওরবাসী।
মাথা গোঁজার ঠাঁই থাকলেও, অকাল বন্যায় ফসলহানির কারণে পরিমিত খাবার পাচ্ছে না হাওরাঞ্চলের অনেক শিশু।
হাওরবেষ্ঠিত নেত্রকোণা জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি উপজেলায় একদিন থেকে ৫ বছর বয়স পর্যন্ত প্রায় ৫০ হাজার শিশু রয়েছে। অভাব-অনটন, দুঃখ-দুর্দশাই বেশিরভাগ শিশুর নিত্যসঙ্গী। হাওরে অকাল বন্যা সেই দুর্দশা আরো বাড়িয়েছে। অপুষ্টির কারণে দেখা দিচ্ছে বিভিন্ন ধরণের রোগ।
প্রত্যন্ত হাওর এলাকায় কোন চিকিৎসক বা মাঠকর্মী না পাওয়ার অভিযোগ করেছে হাওরবাসী।
তবে, ওই এলাকায় পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় সার্বক্ষণিক তৎপরতা রয়েছে।
এদিকে, হাওরাঞ্চলে শিশুখাদ্যের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শিশুদের সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে হাওরবাসী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি