হাওড় অঞ্চলে দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহনের দাবী
প্রকাশিত : ১৭:০১, ২৪ এপ্রিল ২০১৭

হাওড় অঞ্চলের বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের রক্ষায় দ্রুত রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছে বিশিষ্টজনরা। দুপরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, হাওড় অঞ্চলের সমস্যা সমাধানে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহন করতে হবে।
হাওড় অঞ্চলে বিপর্যয়ের সৃষ্ট সমস্যা সমাধানে বেশ কিছু প্রস্তাব নিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উদ্বিগ্ন নাগরিক সমাজ।
এতে মানবধিকার কর্মী সুলতানা কামাল হাওড় অঞ্চলে সকল সরকারি বেসরকারি সকল প্রকার ঋনের কিস্তি স্থগিত এবং কৃষকদের দীর্ঘ মেয়াদি ঋন দেয়ার আহ্বান জানান।
সরকারি সহযোগিতার সমালোচনা করে বক্তরা বলেন, সরকারি হিসেবেই যেখানে ২৪ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে মাত্র ৩ লাখ পরিবারকে সহযোগিতা করা প্রহসন।
হাওড়ে পানিবাহিত রোগের প্রকোপ যাতে না বাড়ে সেজন্য পর্যাপ্ত প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহনে দাবি জানান তারা।
আরও পড়ুন