ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

হাডুডু ও সাইকেল রেস দিয়ে শেষ হলো একুশে টিভির রজতজয়ন্তী উৎসব

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৩, ২ মে ২০২৫

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে ১৫ দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের শেষ হয়েছে। ১৫তম দিনে অনুষ্ঠিত হয়েছে মেয়েদের বাইসাইকেল রেইস, হাডুডু খেলা ও গারো নৃত্য।

রজত জয়ন্তী উৎসবের ১৫তম দিনে জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরী ছড়া চা বাগানে র‌্যানার উচ্চবিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয় মেয়েদের বাইসাইকেল দৌড় প্রতিযোগীতা। 
মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং বাইসাইকেল চালানোয় উৎসাহ দিতে আয়োজিত এই প্রতিযোগীতায় ৩০ জন শিক্ষার্থী অংশ নেন। কলেজ মাঠে বিকাল ৩টায় এই প্রতিযোগীতার উদ্বোধন করেন মৌলভীবাজারের প্রাক্তন সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক  ডা: সত্যকাম চক্রবর্তী। 

একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, সহকারী প্রধান শিক্ষক। শ্রীমঙ্গল পোষ্ট অফিসের নৈশ্য পোস্ট মাস্টার আব্দুল মতিন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

মেয়েদের হাডুডু প্রতিযোগীতা
বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় মেয়েদের হাডুডু প্রতিযোগিতা। এ প্রতিযোগীতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার সিরাজ মিয়া, ম্যাকানিকেল ইঞ্জিনিয়ার রতন কুর্মী ও বিদ্যালয়ের অনান্য শিক্ষক বৃন্দ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

জন্মদিনে স্বাস্থ্য সচেতনামূলক ক্যাম্পেইন
এর আগে একুশের রজতজয়ন্তী উৎসবের ১৪তম দিনে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা মুলক ক্যাম্পেইন। একুশের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় এই ক্যাম্পেইনে পরামর্শ দাতা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অব: পরিচালক ডা: সত্যকাম চক্রবর্তী। এ সময় তিনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্বে করণীয় বিষয়ে আলোকপাত করেন। 

গারো নৃত্য
রজতজয়ন্তী উৎসবের ১৪তম দিন সকালে জেলার হরিণছড়া চা বাগানে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী গারো সম্প্রদায়কে নিয়ে বিশেষ নৃত্যানুষ্ঠান। পরে নৃত্য শিল্পীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি