ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

হামলাকারিদের ধরতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ১২:২৩, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:৪৭, ১৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন শেষে ফেরার পথে ভোট কর্মকর্তাদের উপর সন্ত্রাসীদের ব্রাশফায়ারের ঘটনায় এখন থমথমে এলাকা। নিহত ৭ জনের মৃতদেহ ময়নাতদন্ত এবং স্বজনদেও কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনায় এখনো কোন মামলা হয়নি। হামলাকারিদের ধরতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিবি।

বাঘাইছড়িতে ব্রাশফায়ারের ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের নেয়া হচ্ছে। হামলাকারিদের ধরতে চলছে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান।

আহতদের মধ্যে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ১২ জন। গুরুতর আরো ৭ জনকে নেয়া হয়েছে ঢাকার সিএমএইচে।

এদিকে হামলায় ঘটনায় বাঘাইছড়িতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কারা হামলা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

গতকাল সন্ধ্যায় ভোটের কাজ শেষে ফেরার পথে বাঘাইছড়ির নয়মাইল এলাকায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জন নিহত হন।

বিস্তারিত দেখতে ভিডিও ক্লিক করুন :

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি