ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হিলিতে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৯, ৯ এপ্রিল ২০২০ | আপডেট: ২২:৫২, ৯ এপ্রিল ২০২০

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া সাধারণ মানুষের জন্য সুলভমুল্যে টিসিবি’র তেল, ডাল ও চিনি বিক্র কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হিলি বাজারে টিসিবির ডিলার মেসার্স কাহের আলী ট্রেডার্স ও আলম ট্রেডার্সে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, সাধারন মানুষ যেন সুলভ মুল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন সেলক্ষ্যে হিলিতে দুজন ডিলারের মাধ্যমে টিসিবির তেল, ডাল ও চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। এখানে প্রতিলিটার সয়াবিন তেল ৮০ টাকা, চিনি ৫০ টাকা, ডাল ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। টিসিবির এসব পন্য যেন সাধারন মানুষের মাঝেই বিক্রি করা হয় যেন কালোবাজারী না হয় সে বিষয়ে ডিলারদের সতর্ক করে দেন তিনি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি