ঢাকা, মঙ্গলবার   ১১ জুন ২০২৪

হিলিতে `বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন` অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরের হিলিতে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম এই ম্যারাথনের শুভ উদ্বোধন করেন। 

উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারাথন বের হয়ে হিলি বাজার, চেকপোষ্ট গেট, মুহাড়াপাড়া ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড় হয়ে ৫ কিলোমিটার সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। ম্যারাথনে উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষকসহ বিভিন্ন বয়সী ৬'শ প্রতিযোগী অংশগ্রহন করেন। 

পরে উপজেলা পরিষদ হলরুমে ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সেখানে সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের অধিনায়ক লে. মোরশেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।  
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি