ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

হিলিতে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ১৪:৩২, ২২ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৪:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে নাজমুল হক (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক পেট ব্যাথার যন্ত্রনা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সূত্র।

শুক্রবার সকালে হিলির মাঠপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নাজমুল হক নাটোর জেলা সদরের বিলকুচ্ছা গ্রামের আজগর আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ হিলিতে তার বোনের বাড়িতে বসবাস করতো।

হাকিমপুর থানার এসআই মোকাম্মেল হোসেন জানান, শুক্রবার সকালে এলাকাবাসীর নিকট থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে বাড়ির পার্শ্বের আম গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল দেখে আত্মহত্যার যে লক্ষণ থাকে, তার সবগুলোই দেখা গেছে। তাতে করে অনুমান করা গেছে ওই যুবক আত্মহত্যা করেছে। এছাড়াও তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগেও সে একবার বিষ খেয়েছিল ও গলায় দড়ি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি