ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানে জেনারেলসহ ২ বিপ্লবী গার্ড নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ৪ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এতে একজন জেনারেলসহ বিপ্লবী গার্ড বাহিনীর দু’জন সদস্য নিহত হয়েছেন।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত দিয়ে এ তথ্য জানিয়ে বার্তা সংস্থা এএফপি।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে,‘আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের একটি অতি-হালকা জাইরোপ্লেন (হেলিকপ্টার) দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় যুদ্ধ অভিযান পরিচালনা করার সময় এ দুর্ঘটনা ঘটে।’ 

এর আগে চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান।

পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত হয়। করার পর, তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি