ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

১০ টাকার দই-কচুরিতে জনপ্রিয় কিশোর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৮ সেপ্টেম্বর ২০২১ | আপডেট: ১৩:০৫, ২৮ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

প্রতিদিন কত ছবিই তো শেয়ার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সব কি ভাইরাল হয়? কিন্তু সেই ছবির সাথে যদি উঠে আসে পেছনের গল্প, আর তা যদি হয় লড়াইয়ের, তাহলে তা নেটিজেনদের নজর কাড়বেই।  এবার সেটিই হয়েছে আহমেদাবাদের মণিনগর রেলস্টেশন চত্বরের এক কিশোরের ক্ষেত্রে। মাত্র দশ টাকায় দই ফুচকা বিক্রি করে নেটদুনিয়ায় এখন বেশ জনপ্রিয় সে। 


সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন এক ব্যাক্তি। সেখানে দেখা যায় মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর দই-কচুরি বিক্রি করছে। ভিডিওর ক্যাপশনে ওই ব্যক্তি লেখেন, "কিশোরটিকে সাহায্য করুন। ওর পরিবারের আর্থিক অবস্থা খারাপ।"


তবে এই ক্যাপশনের চেয়েও বেশি নজর কেড়েছে যে বিষয়টি তা হল, ওই কিশোরের দই-কচুরির দাম মাত্র দশ টাকা। এতেই অবাক নেটিজেনরা। 

মাত্র ১০ টাকায় কী করে সে দই-কচুরি খাওয়াচ্ছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন, এত কম দামে বিক্রি করে কয়টাকা লাভ থাকে!
এই বোধ থেকে ইতিমধ্যেই অনেকে সাহায্যও করেছেন ওই কিশোরকে।  

যে অ্যাকাউন্ট থেকে কিশোরের ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেখান থেকে এর আগেও বহু খাবার বিক্রেতার ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু সেগুলো এতটা জনপ্রিয় হয়নি। 
সূত্র: আনন্দবাজার অনলাইন
এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি