ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

১২ কোটি ব্যয়ে নির্মিত হ্যাচারির বেহাল দশা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৪ সেপ্টেম্বর ২০২০

আমিষের পুষ্টি ও পাহাড়ি জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে মিনি মৎস্য হ্যাচারি স্থাপন করা হয়। মৎস্য চাষ উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০১২ সালে কাজ শুরু হয়ে শেষ হয় ২০১৮ সালে। যেখানে নির্মাণ ব্যয় ১২ কোটি টাকা। 

কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় ব্যহত হচ্ছে রেনু ও পোনা উৎপাদন কার্যক্রম। স্বল্প সংখ্যক অস্থায়ী শ্রমিক দিয়ে বর্তমানে কোনমতে চলছে হ্যাচারিটি। 

ব্যবসায়ীরা বলছেন, ‘চাহিদা অনুসারে মাছ দিতে পারছে না। উৎপাদন বাড়ানো উচিত। হ্যাচারিটি সম্প্রসারিত হলে অনেক ভাল হবে।’ আর চাষিরা জানান, ‘ভাল পোনা পাওয়াতে মাছ চাষে আমরা অনেক উপকৃত হয়েছি।’ 

হ্যাচারিতে ৭টি পুকুর, একটি রেনু ও পোনা উৎপাদন প্রসেসিং সেন্টার রয়েছে। বর্তমানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা অস্থায়ী হ্যাচারিটির খামার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বাণিজ্যিকভাবে চালু হয়নি মৎস্য উৎপাদন। 

হ্যাচারির খামার ব্যবস্থাপক শরৎ কুমার ত্রিপুরা বলেন, ‘জনবল সংকটে উৎপাদন ব্যহত হচ্ছে। তাই, অস্থায়ী জনবল দিয়ে হ্যাচারির কার্যকম চালিয়ে যাচ্ছি।’

তবে স্থায়ী জনবল নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম মোখলেসুর রহমান। 

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি