ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

১৮৩ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা (ভিডিও)

প্রকাশিত : ১০:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দেশব্যাপী দুর্নীতি বিরোধী অভিযানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করতেও অভিযানে নেমেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এর অংশ হিসেবে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে একশ’ ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সংস্থাটি। এছাড়া, ভর্তি বাণিজ্য এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলেই অভিযানের ঘোষণা দিয়েছে দুদক। আর, দুদকের এমন কার্যক্রমকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

অনিয়ম, দুর্নীতি, প্রশ্নফাঁস সহ বিভিন্ন ইস্যুতে কয়েক বছর ধরেই আলোচনায় দেশের শিক্ষাখাত।

আর শিক্ষাখাতে অনিয়মের কারণে উদ্বিগ্ন অভিভাবকরাও।

শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ফিরিয়ে আনা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বললেন, দুর্নীতি করলে কাউকেই ছাড় দেয়া হবে না।

অভিযোগের বিষয়ে শিক্ষা সচিব মোহাম্মদ শাহেদুল কবির চৌধুরী বলেন, প্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতি সহ যে কোনো অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা বলছেন, দেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের পাশাপাশি প্রয়োজন সুষ্ঠু তদারকি।

এছাড়া, কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এখনই সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে বলেও মনে করেন বিশেষজ্ঞরা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি