ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

১৯৫ পাক সেনাকে বিচারের আওতায় আনার দাবি

প্রকাশিত : ১৩:৫৮, ৩০ জুন ২০১৯

Ekushey Television Ltd.

মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িত পাকিস্তানি সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ কর্মকর্তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। আর এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সেইসঙ্গে সর্বোচ্চ আদালতে অপেক্ষমাণ ৫৪ যুদ্ধাপরাধীর আপিল দ্রুত নিষ্পত্তির দাবিও জানানো হয়।

শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত সেক্টর কমান্ডারস ফোরামের পঞ্চম জাতীয় সম্মেলনে এ সব দাবি জানান বিশিষ্টজনরা।

এর আগে প্রধান অতিথি হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। পরে জাতীয় ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, চলতি বছরেই মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার, আলবদর, আলশামসদের তালিকা প্রণয়ন করে তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় যুদ্ধাপরাধীদের বিচারে সেক্টর কমান্ডারস ফোরামের অনন্য ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী তার বক্তব্যে বলেন, শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিন্তু ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার এখনও শুরু হয়নি। এ জন্য রাষ্ট্রকেই উদ্যোগী হতে হবে। একই সঙ্গে ফোরামেরও এ ব্যাপারে ভূমিকা রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন ডা. সারওয়ার আলী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি