ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

১৯৭১ সালের এ’দিনে জুলফিকার আলী ভুট্টো কড়া নিরাপত্তায় হঠাৎ ঢাকায় আসেন

প্রকাশিত : ১২:২২, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ১২:২২, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

১৯৭১ সালের এ’দিন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো কড়া নিরাপত্তায় হঠাৎ ঢাকায় আসেন। ভুট্টোর আসার খবরে বিক্ষুব্ধ হয়ে উঠে মুক্তিপাগল বাঙালী। রাস্তার মোড়ে মোড়ে চলে বিক্ষোভ-সমাবেশ। অন্যদিকে, বাঙালীর স্বাধীনতার  দাবি স্তব্ধ করে দিতে পশ্চিম পাকিস্তান থেকে আনা হতে থাকে অস্ত্র, গোলাবারুদ। ১৯৭১ সালের ২১ মার্চ। এই দিনে কড়া নিরাপত্তার মধ্যে ১৪ জন সহযোগী নিয়ে ঢাকা আসেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। হঠাৎ ভুট্টোর ঢাকায় আসাকে অশনিসংকেত হিসেবেই ধরে নেয় বাংলার মানুষ। প্রতিবাদে ফুঁসে উঠে জনতা, মিছিল শ্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা। ২১শে মার্চ অনির্ধারিত বৈঠক হয় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে। বৈঠকে উপস্থিত ছিলেন তাজউদ্দিন আহমেদও। এরইমধ্যে বাঙালীর কাছে স্পষ্ট হতে থাকে আলোচনার নামে ইয়াহিয়া খানের ষড়যন্ত্রের বিষয়টি। এদিকে, চট্টগ্রামে এক সমাবেশে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এদিন, শহীদ মিনারে মুক্তি অর্জনের শপথ নিয়ে জনতার মিছিল গিয়ে থামে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে। আর দাবি আদায় না হওয়া পর্যন্তআন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি