ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

২ ছাত্রী ধর্ষণের ঘটনার জড়িত থাকার কথা নাঈম আশরাফ স্বীকার করেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৪:৩১, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে এ মামলার অন্যতম আসামি এইচ এম হালিম ওরফে নাঈম আশরাফ। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। এদিকে, ধর্ষণ মামলা প্রধান আসামি শাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলীর ব্যবহার করা আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আর বনানীর ধর্ষণের ঘটনায় জড়িতদের কেউই পাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি হাসান মোহাম্মদ হালিম ওরফে নাঈম আশরাফকে মুন্সিগঞ্জের লৌহজং থেকে গ্রেপ্তার হয় বুধবার রাতে। পরে তাকে ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়।
বৃহষ্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে কথা বলেন, ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
ঘটনাস্থলে নির্যাতীত ছাত্রীদের অস্ত্রের ভয় দেখানো হয়েছিল কি-না আর এ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের দেহরক্ষী রহমত আলীর ভূমিকাই বা কি ছিল-এমন প্রশ্নেরও জবাব দেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার।
এদিকে, গুলশানে এক অনুষ্ঠানে বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলার বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়। নাঈম আশরাফসহ পাঁচ জনকে দায়ি করা হয় মামলায়। এ মামলার প্রধান আসামি শাফাত আহমেদ ও সাদমান সাকিফকে ১১ মে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার ঢাকা থেকে গ্রেপ্তার হয় মামলার অন্য দুই আসামি শাফাতের গাড়ি চালক বেল্লাল ও দেহরক্ষী রহমত আলী। গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি