২য় টি-টোয়েন্টি এশিয়া বধির ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে আজ
প্রকাশিত : ১০:২৭, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২১:২৯, ২১ মার্চ ২০১৭
মিরপুর সিটি ক্লাব মাঠে আজ থেকে শুরু হয়েছে দ্বিতীয় টি-টোয়েন্টি এশিয়া বধির ক্রিকেট চ্যাম্পিয়নশীপ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চিরপ্রতিদ্বোন্দি ভারত।
মঙ্গলবার সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে পাকিস্তান। জবাবে জিতেন্দ্রার অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেটের সহজ জয় পায় ভারত। ১২০ রানে অপরাজিত থাকেন জিতেন্দ্র।
এরআগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাংসদ নাইম রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি জুয়েল আরেং সহ বাংলাদেশ বধির ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিরেন।
এদিকে গত আসরে সেমি ফাইনাল থেকে বিদায় নিলেও, এবার নিজ দেশে শিরোপা জিততেই মাঠে নামবে বলে জানালেন অধিনায়ক শাহরিয়ার চৌধুরী ইমন।
এদিকে বাংলাদেশের আতিথিয়তায় মুগ্ধ বর্তমান চ্যাম্পিয়ন ভারত। নিজেদের শিরোপা ধরে রাখাই লক্ষ্য বলে জানালেন অধিনায়ক রহিত সাইনি।
এক সপ্তাহ ব্যাপি এ টুর্নামেন্টের ফাইনাল একই মাঠে আগামী ২৮শে মাচ হবে।
আরও পড়ুন