ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

২০ কেজি ওজনের বোয়াল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২৫ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৫৮, ২৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

বড়শিতে ২০ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম হরিরামপুর এলাকায় জুড়ী নদীতে। সোমবার রাতে মাছটি ধরেন পার্শ্ববর্তী বেলাগাঁও গ্রামের বাসিন্দা মৎস্যজীবী শফিক মিয়া (৪৫)।

বোয়ালটি প্রায় সাড়ে তিন ফুট লম্বা।  

শফিক মিয়ার ভাষ্যমতে, পশ্চিম হরিরামপুর এলাকার জুড়ী নদীতে ডহর (অভয়াশ্রম) আছে। সেখানে বিভিন্ন জাতের বড় বড় মাছ থাকে। বড় মাছ ধরার জন্য সোমবার বিকেলের দিকে নদীর ওই স্থানে জ্যান্ত টাকি মাছের টোপ দিয়ে বড়শি ফেলে রাখেন শফিক।

রাত ৮টার দিকে বোয়ালটি টোপ গিলে। একপর্যায়ে মাছটি উজানের দিকে দৌড়াতে থাকে। তখন হাতে থাকা টর্চের আলো নিভিয়ে ধীরে ধীরে বড়শির দড়ি ধরে টেনে মাছটিকে পাড়ের কাছে নিয়ে আসেন শফিক।

মাছটি দেখতে আসেন স্থানীয় অনেকে। শফিক মাছটির দাম হাঁকেন ১৫ হাজার টাকা।

শফিক মিয়া জানান, মাছ ধরাই তার জীবিকা। প্রতিদিন নদীর বিভিন্ন স্থানে বড়শি ফেলেন। গত সপ্তাহে নদীর জাঙ্গিরাই এলাকা থেকে প্রায় ছয় কেজি ওজনের একটি বোয়াল ধরে পাঁচ হাজার টাকায় বিক্রি করেন।

শফিক জানান, সোমবার রাতেই স্থানীয় দুই ব্যক্তি দর-কষাকষি করে ১০ হাজার টাকায় বোয়ালটি কিনে নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুস শাকুর জানান, বোয়াল রাক্ষুসে জাতের মাছ। বিভিন্ন ধরনের ছোট মাছ এরা খায়। নদীতে স্রোত কমে গেলে হাওর থেকে উজানের দিকে এসে তারা খাবার খুঁজে বেড়ায়। এ মাছটির বয়স চার-পাঁচ বছর হবে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি