ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

২০০ সেনাকে গ্রেফতারের নির্দেশ দিল তুরস্ক

প্রকাশিত : ১৩:০৫, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ১৩:৩৮, ১০ জুলাই ২০১৯

তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ প্রচেষ্টা (ফাইল ফটো)।

তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ প্রচেষ্টা (ফাইল ফটো)।

তুরস্কের ইস্তাম্বুল ও ইজমরি প্রদেশে চাকরিরত ২০০’র বেশি সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির সরকারি কৌঁসুলিরা। ২০১৬ সালে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আজ (মঙ্গলবার) এ আদেশ দেন।

আমেরিকায় স্বেচ্ছা নির্বোসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে এসব সেনার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

ইস্তাম্বুলের কৌঁসুলির দেওয়া তথ্য অনুসারে, ইস্তাম্বুলে চাকরিরত ১৭৬ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন কর্নেল, লেফটেন্যান্ট, মেজর ও ক্যাপ্টেন রয়েছেন।

এছাড়া, ইজমিরে চাকরিরত ২০ সেনা ও সাবেক পাঁচ সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পাশাপাশি ইজমিরের ১০ বেসামরিক ব্যক্তির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

তুরস্কের ২০টি প্রদেশে অভিযান চালিয়ে পুলিশ এ পর্যন্ত আটজনকে আটক করেছে। ২০১৫ সালের জুলাই মাসের ওই অভ্যুত্থান প্রচেষ্টায় ২৫১ জন নিহত ও ২২০০ জন আহত হয়েছিল।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি