ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৯:২৩, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট সংসদে পাস হয়েছে। এক মাস  আলোচনা-সমালোচনা শেষে নির্দিস্টকরণ বিল পাসের মধ্য দিয়ে নতুন বাজেট পাস হলো। এর আগে মঞ্জুরী দাবির আলোচনায় বিরোধী দলের তোপের মুখে পড়েন অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং সেক্টরের অবস্থা নাজুক হলেও সরকার ন্যায়নিষ্ঠভাবে কাজ করছে; অর্থনীতি ঝুকিতে পড়বে না।  
পহেলা জুন ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উত্থাপনের পর আলোচনা সমালোচনার ঝড় উঠে। জাতীয় সংসদেও প্রায় ৫৫ ঘন্টা হয় সাধারণ আলোচনা।  বৃহস্পতিবার নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে অনুমোদন পেল ২০১৭-১৮ অর্থ বছরে সরকারের আথিক বিবরনী।
এবার উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩ কোটি টাকা, যার ১ লাখ ৫৩ হাজার ৩৩৩ কোটি টাকা যাবে এডিপিতে। অনুন্নয়ন ব্যায় ধরা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৩ কোটি টাকা। এই বরাদ্দের মধ্যে ৫৩ হাজার ৮৩৩ কোটি টাকা যাবে সরকারি রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারিদের বেতন খাতে, যা মোট অনুন্নয়ন ব্যায়ের ২২ শতাংশ।  অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন।
এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসলে শুরু হয় বাজেট পাসের প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা তাদের মঞ্জুরী দাবি উত্থাপন করেন। বেশকিছু দাবির  ছাটাই প্রস্তাব আলোচনায় দেন স্পিকার। তবে বেশীরভাগ দাবি সরাসরি কন্ঠভোটে নিস্পত্তি করেন।
অর্থ, খাদ্য, স্বাস্থ্য, স্থানীয় সরকারসহ কয়েকটি মন্ত্রণালয়ের মঞ্জুরী দাবির আলোচনায় অংশ নিয়ে তীব্র সমালোচনা করেন বিরোধী দলের সদস্যরা।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংকিং সেক্টর শৃঙ্কলার মধ্যে আনতে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন।
বিরোধী দলের সদস্যদের সমালোচনার জবাব দেন মন্ত্রীরা।
উত্থাপিত মঞ্জুরী দাবিগুলোর ওপর বিরোধী দলের ছাটাই প্রস্তাব কন্ঠভোটে  নাকচ হয়ে যায়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি