ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

২০৫০ সালে দেশের জিডিপি কমবে ৬.৭০%

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৫:০৩, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তনের কারণে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের মোট দেশজ  উৎপাদনের  (জিডিপি) ৬.৭০ শতাংশ কমে যাবে। এমনটাই বলা হয়েছে  বিশ্বব্যাংকের `জলবায়ু পরিবর্তন সংক্রান্ত দক্ষিণ এশিয়ার অধিকতর ঝুঁকিপূর্ণ` এর প্রভাব শীর্ষক এক প্রতিবেদনে।

আজ বুধবার প্রবিবেদনটি প্রকাশ করে বিশ্বব্যাংক ঢাকা অফিস। এ উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে  এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফান।

প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার তথা বাংলাদেশের এক কোটি ৩৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাদের জীবনযাত্রার মান নেমে যাবে।

গত ৬০ বছরে এই অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।  এতে কৃষিখাতসহ বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এর প্রভাবে বাড়ছে দারিদ্রতা। এভাবে চলতে থাকলে ২০৫০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) এর ৬.৭০ শতাংশ কমে যাবে।

গত ৪০ বছরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের ৬৪ বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফান বলেন,  ‘বিশ্বব্যাংক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে চায়। বিশ্বব্যাংকের এখন সহায়তার অগ্রাধিকার খাত হচ্ছে জলবায়ু পরিবর্তন। কারণ এতে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে।’

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন,  ‘এই সরকারের পরবর্তী ৫ বছর ক্ষমতায় থাকার টার্গেট আছে। কারণ এই সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে চায়। বর্তমানে বাংলাদেশের উন্নয়নের সব সূচক ইতিবাচক। তবে বিশ্বব্যাংক যে সহায়তা করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রত্যাশা হচ্ছে স্বল্প সুদে ঋণ।’

এসময় বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিনিয়াও ফান ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও  বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. খলিকুজ্জমান আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

এমএইচ/

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি