ঢাকা, রবিবার   ১৮ মে ২০২৫

২২ কার্যদিবসে ৪০ হাজার ৪ আসামির জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ১৭ মে ২০২১

Ekushey Television Ltd.

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী প্রবণতায় উদ্ভূত পরিস্থিতিতে ২২ কার্যদিবসে সারাদেশের অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৪০ হাজার ৪ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিগত ১২ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ভার্চুয়াল আদালত শুরু হয়। ১২ এপ্রিল হতে গতকাল ১৬ মে পর্যন্ত মোট ২২ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৪,৪২৮টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মোট ৪০,০০৪ জন হাজতী জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হয়েছেন। এর মধ্যে ২২ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৩০ জন।

সুপ্রিম কোর্ট মুখপাত্র জানান, গতকাল ১৬ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১০৬৩ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৫৮৬ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সূত্র : বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি