ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

২৪ কার্যদিবসে ৭৮ হাজার ৩০১ মামলায় জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৯ মে ২০২১

২৪ কার্যদিবসে অধঃস্তন আদালত ও ট্রাইব্যুনালে ৭৮ হাজার ৩শ’ ১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়ালি শুনানিতে নিষ্পত্তি হয়েছে। সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১২ এপ্রিল হতে ১৮ মে পর্যন্ত মোট ২৪ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৭৮,৩০১ টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এসব মামলায় মোট ৪১,৮৪৯ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার মুক্ত হয়েছেন। এরমধ্যে এই ২৪ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ৫৫৪ জন। 

সুপ্রিমকোর্ট মুখপত্র জানান, গতকাল ১৮ মে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ২১৮৫ টি ফৌজদারি মামলায় ভার্চুয়াল শুনানিতে জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ৯৯৮ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি