ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

৩য় দফায় ১১৭ উপজেলায় ভোটগ্রহণ আগামীকাল(ভিডিও)

প্রকাশিত : ১৬:৪২, ২৩ মার্চ ২০১৯

তৃতীয় দফায় ১১৭ উপজেলায় ভোটগ্রহণ কাল। সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে নির্বাচনী এলাকাগুলোতে। জেলা সার্ভার স্টেশন থেকে উপজেলা পর্যায়ে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নেয়া হবে এসব সরঞ্জাম।

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ রোববার। এ পর্যায়ে ভোট হবে ১১৭ উপজেলায়। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ৩৫৮, ভাইস চেয়ারম্যান ৬০৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ জন চেয়ারম্যান, ৯ ভাইস চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১১৭ উপজেলায় ভোট কেন্দ্র ১ হাজার ১৮। ভোটার ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ১৪৮ জন।

নির্বাচনী এলাকাগুলোতে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। আজ কেন্দ্রে-কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপারসহ বিভিন্ন সরঞ্জাম।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি