ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

৩য় ধাপে ১১৬ উপজেলায় চলছে ভোটগ্রহণ (ভিডিও)

প্রকাশিত : ১৫:৪৪, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৬ উপজেলায় চলছে ভোটগ্রহণ। অনিয়মের অভিযোগে সকালেই কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার ভোট স্থগিত করা হয়। এদিকে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়েছে চট্টগ্রামে চন্দ্রনাইশ ও ঝিনাইদহের শৈলকূপায়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুর গড়াতেই উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়ে। নির্বাচনে অংশ নিতে আগ্রহের কমতি নেই ভোটারদের। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম।

 

২৫জেলার ১১৭ টি উপজেলায়

মোট ভোটার সংখ্যা                   ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ৭৫১

চেয়ারম্যান প্রার্থী                       ৩৪০ জন

ভাইস চেয়ারম্যান পদে                ৫৮৪ জন

মহিলা ভাইস চেয়ারম্যান পদে        ৩৯৯ জন

ভোট কেন্দ্র                             ৯ হাজার ২৯৮

রাজবাড়ীর ৪ উপজেলার ২৬৬টি ভোট কেন্দ্রে নির্বিঘেœ ভোট দিচ্ছেন ভোটাররা।

কক্সবাজারের ৬ উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন।

গোপালগঞ্জ, রংপুর, মেহেরপুর ও মানিকগঞ্জের ৪ উপজেলায় হচ্ছে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ। মানিকগঞ্জের দৌলতপুরে অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী।

গাজীপুর, মাগুরা, লক্ষীপুরের ভোট কেন্দ্রগুলোতে আসেন নতুন, বয়স্ক আর নারী ভোটাররা।

বরিশালের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দুটি কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে ৬ জন আটক হয়।

সাতক্ষীরা ও নরসিংদীর কেন্দ্রগুলোতে বেলা বাড়তেই বেড়েছে ভোটার।

ভোট কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। এরই মধ্যে বিভিন্ন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৩ চেয়ারম্যান, ৯ ভাইস চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি