ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

৩০ রোজা হলে ১৬ জুন বিশেষ ব্যবস্থায় ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রমজানের রোজা ৩০টি হলে আগামী ১৬ জুন বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চালু থাকবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।
এদিকে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ বুধবার। আজ বিক্রি করা হচ্ছে আগামী ১৫ জুনের অগ্রিম টিকিট।
সিতাংশু বলেন, আজ ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন। সকাল ৮টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ১৫ জুনের টিকিট। তবে রোজা যদি ৩০টি হয় অর্থাৎ ১৭ জুন ঈদ হয়, তাহলে আগামী ১৬ জুন বিশেষ ব্যবস্থায় ট্রেন চালু থাকবে।
১৫ তারিখ এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কতটি ট্রেন চলবে তা এখনই বলা যাচ্ছে না।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি