ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

৫ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৪৯, ২৫ মে ২০১৯

আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার ৫ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে কেউ সুবিধাবঞ্চিত থাকবে না। উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছাতে সরকার আগামী ২০১৯-২০২০ অর্থবছরে ৫ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট উপস্থাপন করতে যাচ্ছে।

এসময় দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে তা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এই ইফতারে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার আমন্ত্রণে আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা অংশ নেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, স্পিকার, মন্ত্রী পরিষদ সদস্য, নতুন নির্বাচনী সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দল এবং জোটের শীর্ষ নেতারাও অংশ নেন ইফতারে।

ইফতারের আগেই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্যে দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট প্রসঙ্গও তুলে ধরেন সরকার প্রধান। এ সময় দেশের জনগণের ভোটের মূল্যায়ন করতে উন্নয়নের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মাদক ও সন্ত্রাস মুক্ত নতুন প্রজন্ম উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশাপ্রকাশ করেন প্রধানমন্ত্রী।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি