ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

৭ দফা দাবীতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ধর্মঘটের ডাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৬ মে ২০১৭ | আপডেট: ১৭:৪৯, ১৬ মে ২০১৭

৭ দফা দাবীতে ২১মে থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৪৮ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক, লরি, কাভার্ডভ্যান, পিক-আপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
৭ দফা দাবীর মধ্যে রয়েছে কাগজপত্র যাচাইয়ের নামে পুলিশি হয়রানী বন্ধ, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হয়রানী বন্ধ, নতুন ড্রাইভিং ও হ্যাভি লাইসেন্স প্রদানের সহজ শর্ত, ২০১৭ সালের মন্ত্রীসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন জায়গায় স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি বন্ধ এবং গাড়ির বাম্পার, সাইড এ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার। দাবি মানা না হলে ঈদুল ফিতরের পরে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারী দিয়েছেন মালিক-শ্রমিক নেতারা।


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি