৮ কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নিশি রহমান গেলেন কারাগারে
প্রকাশিত : ১০:৩৬, ৪ ডিসেম্বর ২০২৫
পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যা মামলায় অভিযুক্ত নিশি রহমান (৩৮)কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) বিকালের দিকে তাকে ঈশ্বরদী থানা থেকে পাবনার আমলী আদালত-২ এ সোপর্দ করা হয়।
শুনানী শেষে আদালতের বিচারক তরিকুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় একটি মামলাটি করেন।
ওই মামলার পর রাতেই অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইউএনওর বাসভবনের পাশে থাকত কুকুর ‘টম’। এক সপ্তাহ আগে সে ৮টি বাচ্চা দেয়। সোমবার সকাল থেকে ছানাগুলো না পেয়ে টম ছুটোছুটি করতে থাকে। পরে জানা যায়, রাতের কোনো একসময় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন দম্পতি ছানাগুলোকে বস্তাবন্দি করে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। সোমবার সকালে উদ্ধার হয় ছানাগুলোর মরদেহ—পরে সেগুলো মাটি চাপা দেওয়া হয়।
এএইচ
আরও পড়ুন










