ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

৯ টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

প্রকাশিত : ২০:১৩, ২১ মার্চ ২০১৭ | আপডেট: ২০:১৩, ২১ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

দেশের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পসহ ৯ টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা।  মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্যখাতের উন্নয়নে অনুমোদিত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪’শ ৮৬ কোটি ৩৬ লাখ টাকা। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নের জন্য ২’শ কোটি ৩৮ লাখ টাকা অনুমোদন দেয় একনেক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি