ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশে ক্রিকেটাররা টুইটার-ফেসবুকেও শীর্ষ তারকা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ৯ মে ২০১৮ | আপডেট: ১৭:১৭, ৯ মে ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তুলনায় টুইটার এখনও তেমন জনপ্রিয় হয়নি। তবুও বাংলাদেশের ক্রিকেটাররা খেলার মাঠের মতো সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তা অর্জন করছে। ফেসবুকের মতো টুইটারেও মানুষ সবচেয়ে বেশি অনুসরণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাদের অনুসারীর সংখ্যা ২০ লাখের মত। তারপরই মানুষ নজর রাখছে শীর্ষ ক`জন ক্রিকেটারের ওপর।     

ফলোয়ার বা অনুসারীর সংখ্যার বিচারে টুইটারে শীর্ষ দশের চারজনই ক্রিকেটার। সাকিব আল হাসনকে ফলো করেন ১৩ লাখেরও বেশি মানুষ। মুশফিকুর রহিমের অনুসারী ১০ লাখেরও বেশি, তামিম ইকবালের সাড়ে সাত লাখ এবং মুস্তাফিজুর রহমানের অনুসারী ছয় লাখের বেশি।

ক্রিকেটের বাইরে একজন মাত্র বাংলাদেশী টুইটারে শীর্ষ দশের তালিকায় রয়েছেন -গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার। তার ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লাখের মত। সোশ্যালবেকারস নামে একটি আন্তর্জাতিক মার্কেটিং প্রতিষ্ঠান এই পরিসংখ্যান দিয়েছে।

ফেসবুকে বাংলাদেশের শীর্ষ ক্রিকেট তারকাদের ফলোয়ারের সংখ্যা টুইটারের কয়েক গুণ বেশী। ফেসবুকে সাকিবের ফলোয়ার এক কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই। মুশফিকের অনুসারী প্রায় কোটি ছুঁই ছুঁই। মাশরাফির প্রায় ৮৫ লাখ।

টিআর/এসি    

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি